তিন বছর পর অ্যাপল ওয়াচে গুগল ম্যাপস

১০ সেপ্টেম্বর, ২০২০ ০৫:০২  
২০১৫ সালের সেপ্টেম্বরে গুগল প্রথমবারের মতো স্মার্টওয়াচবান্ধব ম্যাপস উন্মোচন করে। তার মাত্র কয়েক মাস আগেই অ্যাপল ওয়াচ বাজারে এসেছিলো। ২০১৭ সালে আবার ফিরিয়ে আনার সম্ভাবনা রেখেই ম্যাপের ওয়াচ সাপোর্ট বন্ধ করে গুগল। তবে ঠিক কবে সেবাটি ফেরত আসবে সে বিষয়ে কখনো কিছু বলেনি গুগল। অবশেষে তিন বছর পর ফিরে এলো জনপ্রিয় সেবাটি। ৯টুম্যাকগুগল সর্বপ্রথম অ্যাপল ওয়াচে গুগল ম্যাপস ফিরিয়ে আনার বিষয়টি সামনে এনেছে। সংবাদমাধ্যমটি জানিয়েছে, সেপ্টেম্বরে কারপ্লে ইন্টিগ্রেশনসহ অ্যাপল ওয়াচ ফিরে আসার ঘোষণা এসেছে। তবে গুগল বলেছিলো, আগামী কয়েক সপ্তাহের মধ্যেই সেবাটি আসবে। ডিবিটেক/বিএমটি